Designed by shamsuddin noman

Skip to Content

আবার ফিরবেন কুক!

আবার ফিরবেন কুক!

Closed

ইংল্যান্ডের হয়ে ১৬১ টেস্টে ১২৪৭২ রান অ্যালিস্টার কুকের। অবসর নেওয়ার আগে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওভালে শেষ টেস্ট খেলেন তিনি। সাবেক এই অধিনায়ক সেই ম্যাচেও খেলেছিলেন ১৪৭ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনো ভালোই ব্যাট চালাতে পারেন কুক। তারই প্রমাণ দিলেন এসেক্সের হয়ে প্রাক মৌসুমের খেলায়। এই সপ্তাহে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলেছেন ১৫০ রানের ইনিংস। কিছুদিন আগে পেয়েছেন ইংল্যান্ডের নাইটহুড খেতাব। কুক আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে এসেক্সের অধিনায়ক রায়ান টেন ডেসকাট বলেন, ‘তার সঙ্গে কথা বলে দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি। আমি বলব না যে এটা হতে পারে না, কিন্তু জানি সে ইংল্যান্ড ক্রিকেটকে কতটা ভালোবাসে। এবং কতটা পরিশ্রম করে। সে যদি ভালো খেলে এবং তার ইচ্ছা থাকে তাহলে আর কোনো সংশয় থাকে না। আমার মনে হয় সে ফিরে আসতেই পারে।’ কুক এসেক্সের হয়ে খেলায় খুশি ডেসকাট। কুকের সেঞ্চুরিতে এসেক্স ২৮৬ রানের জয় পায় তিন দিনের ম্যাচে। ৫ এপ্রিল কাউন্টি চ্যাম্পিয়নশিপে হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে কুকের দল।

Previous
Next