
একরাম চৌধুরী এমপি’র নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল
Closed
প্রতিবেদক : ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে প্রত্যাখ্যান করে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরির নেতৃত্বে নোয়াখালীতে অবরোধ বিরোধী মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণঃরায় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ খান সোহেল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাবু ইমন ভট্ট, শহর যুবলীগ যুগ্ম আহবায়ক একরামুল হক বিল্পব, জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।