Designed by shamsuddin noman

Skip to Content

এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

Closed

মেক্সিকোর পর এবার ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড। স্থানীয় সময় আজ বুধবার দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্প অনুভুত হয়। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল থেকে ৫৮৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এতে ঘরবাড়ি কেঁপে উঠে।

ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরতার ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।

এদিকে মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ১৪ মিনিটে শক্তিশালী এ ভূমিকম্প হয়। দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বিপর্যয়ের সময় দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।

উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মাঝে আহতদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে।

Previous
Next