Designed by shamsuddin noman

Skip to Content

কোম্পানীগঞ্জের আ”লীগ নেতা আলম চাষী গুরুতর অসুস্থ ।

কোম্পানীগঞ্জের আ”লীগ নেতা আলম চাষী গুরুতর অসুস্থ ।

Closed

প্রতিবেদক,
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়ন আ”লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চাষী গুরুতর অসুস্থ । তিনি রাজধানীর ইসলামী হাসপাতালে ইউরোলজিস্ট প্রফেসার ডাঃ এস এম মাহবুব আলমের তত্বাবধাওেন চিকিৎসাধীন আছেন। জানা গেছে, তিনি ল্ঞ্চা ও অন্ডকোষে ইনফেকশনে ভূগছেন। এই রিপোর্ট লেখার সময় তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছিল। দুই এক দিনের মধ্যে তার পূর্ণাঙ্গ শারিরীক অবস্থা জানা যাবে। আলম চাষীর রোগ মুক্তিতে পারিবারিকভাবে সকলের দোয়া কামনা করা হয়েছে।

Previous
Next