Designed by shamsuddin noman

Skip to Content

কোম্পানীগঞ্জে নির্মাণাধীণ ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জে নির্মাণাধীণ ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

Closed

6
কোম্পানীগঞ্জ সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালি গ্রামে নির্মাণাধীণ একটি ভবনের ছাদ ধসে পড়ে এনায়েত (২৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হানিফ মঞ্জিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক এনায়েতের বাড়ী জেলা হাতিয়া উপজেলায়।
স্থানীয় ও শ্রমিকরা জানায়, গত কয়েক মাস ধরে প্রায় ৪০জন শ্রমিক চরফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের চুয়ানী বাড়ীর আমেরিকা প্রবাসী হানিফ চুয়ানীর একটি তিন তলা ভবনের নির্মাণের কাজ করছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ভবনের তৃতীয় তলায় ছাদ নির্মাণের কাজ করছিল। ছাদের কাজ শেষে কয়েকজন শ্রমিক খাওয়ার জন্য চলে যায়। তখন ছাদের নিছে দেওয়া কয়েকটি বাঁশ আকা বাকা দেখে এগুলো ঠিক করে দেওয়ার জন্য ছাদের নিছে যায় এনায়েত এসময় হঠাৎ করে তৃতীয় তলার ছাদ ধসে পড়লে ছাদের নিছে চাপা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ ভবনের ছাদ ধসে নির্মাণ শ্রমিক এনায়েতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Previous
Next