Designed by shamsuddin noman

Skip to Content

ঝড়ো হাওয়ার শঙ্কায় নদীবন্দরে হুঁশিয়ারি সঙ্কেত

ঝড়ো হাওয়ার শঙ্কায় নদীবন্দরে হুঁশিয়ারি সঙ্কেত

Closed

রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এসব অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এরআগে শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী,যশোর এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছিল।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় শিলা বৃষ্টির আঘাত ও কালবৈশাখী ঝড়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতও হন বেশ কয়েকজন।

Previous
Next