Designed by shamsuddin noman

Skip to Content

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

Closed

কুমিল্লা ৩১ আগস্ট ২০১৫: কুমিল্লার কোটবাড়ী নন্দনপুরে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।jam-picture-2-1-7-2014_316653-600x320

রোববার রাত ৩টার দিকে নন্দনপুরে ঢাকাগামী টিনবোঝাই একটি ট্রাক উল্টে ছয়জন নিহত হওয়ার পর এ যানজট শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে পণ্য ও যাত্রীবাহী কয়েকশ যানবাহন আটকা পড়ে।
পরে সোমবার ভোরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। তারপরও ওই মহাসড়কে যানজট রয়েছে।
ময়নামতি পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, রোববার গভীর রাতে ওই এলাকায় বৃষ্টি থাকায় সড়ক খুবই পিচ্ছিল হয়ে যায়। ফলে অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে রাস্তায় ট্রাকটি উল্টে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। মহাসড়কের উভয় পাশে অন্তত ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

Previous
Next