Designed by shamsuddin noman

Skip to Content

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৭ অভিবাসী নিহত

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৭ অভিবাসী নিহত

Closed

ডেস্ক নিউজ:
তুরস্কে লাইটপোস্টের সঙ্গে একটি বাস ধাক্কা খেয়ে কমপক্ষে ১৭ অবৈধ অভিবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৬ জন। শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে বাসটি ইগদির-কারস মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে যাত্রী ধারণক্ষমতা ছিল ১৪ জনের। কিন্তু এতে নারীসহ ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। মহাসড়কের একটি লাইটপোস্টের সঙ্গে দ্রুতগামী বাসটির ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও আগুন ধরে যায়।

তুর্কি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জ্বলন্ত বাসটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং রক্তাক্ত অভিবাসীরা রাস্তায় শুয়ে আছে।

ইগদির প্রদেশের গভর্নর এনভার উনলু বলেছেন, ‘আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছি তখন অভিবাসীদের একটি বিপর্যয়কর পরিস্থিতি দেখলাম। আমরা গভীরভাবে শোকাচ্ছন্ন যে, আমাদের প্রদেশের মধ্য দিয়ে অব্যাহতভাবে যে অবৈধ অভিবাসী পাচার চলছিল তা বাস দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হলো।’

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বাসের ভেতর থেকে ১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্ত ও চালককে চিহ্নিত করতে কাজ করছেন কর্মকর্তারা।

Previous
Next