Designed by shamsuddin noman

Skip to Content

নোয়াখালীতে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ১

নোয়াখালীতে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ১

Closed

নোয়াখালী শহরের মাইজদীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে মো. ওমর ফারুক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও ৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের রওশনবাণী সিনেমা হলের সামনে এই সংঘর্ষের ঘটে। নিহত ওমর ফারুক শিবিরকর্মী ছিলেন বলে দাবি করেছেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ শাকের।

এছাড়া আরও একজন গুলিবিদ্ধ হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বলে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ ইলিয়াস শরীফকে জানান।

হতাহতদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তারা সবাই জামায়াত-শিবিরের মিছিলে ছিলেন।

পুলিশ সুপার জানান, সকালে রায় ঘোষণার পর জেলা শহরে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়।

রওশনবাণী সিনেমা হলের সামনে পুলিশ মিছিলে বাধা দিলে মিছিলকারীরা হাতবোমা ও ঢিল ছোড়ে। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়লে কয়েকজন আহত হয়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, রাকিব (২২) নামে আরেক যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ি জেলা শহরের মাইজদী বাজারের কাছে।

সংঘর্ষের সময় রাসেল নামে আরেকজনকে আটক করা হয়েছে, যিনি বেগমগঞ্জের এখলাসপুরের নুরুল কাদেরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

Noakhali

Previous
Next