Designed by shamsuddin noman

Skip to Content

নোয়াখালীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Closed

2015-03-25 11.28.11
প্রতিবেদক : নোয়াখালী জেলা শহর মাইজদী অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পিন্টু চন্দ্র আচার্য এবং আবুল কাসেমের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা। সকাল সাড়ে ১১টায় জেলা শহরের টাউনহল মোড়ে আয়োজিত মানববন্ধনে জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক সমিতি নোয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি আবদুল আলিম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আলমগীর, শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো.সফিউল্যা, শিক্ষক নেতা হারুনুর রশিদ, মিজানুর রহমান, রিয়াদ উদ্দিন, শিক্ষক আবদুল ওয়াদুদ প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি পেশ করেন। এর আগে সকাল ১১টায় মানববন্ধনে অংশগ্রহনের উদ্দেশ্যে অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক মো. ছরওয়ার ও মো.আলমগীরের নেতৃত্বে প্রায় পাঁচ শত ছাত্র বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্ররা মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডের সামনে দু’টি বাস ও ৫/৭টি সিএনজি-অটোরিক্সা ভাংচুর করে। এ ছাড়া মিছিলের সময় ছাত্ররা রাস্তায় মো, দুলাল নামের এক ফল বিক্রেতার ব্যানগাড়ি থেকে ১৫/২০টি বেল ফল লুট করে নিয়ে যায়। বিক্ষোভ মিছিলের সময় জেলা শহরের প্রধান সড়কে যানজোটের সৃষ্টি হয়।

Previous
Next