Designed by shamsuddin noman

Skip to Content

নৌকাডুবিতে অর্ধশতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে, শঙ্কা আইওএমের

নৌকাডুবিতে অর্ধশতাধিক রোহিঙ্গার মৃত্যু হয়েছে, শঙ্কা আইওএমের

Closed
by September 30, 2017 জাতীয়

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা। আর এসব রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে গত বৃহস্পতিবার ৬০ জনের অধিক মৃত্যু হয়েছে বলে শঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এ ব্যাপারে সংস্থাটির এক মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, কক্সবাজারের ইনানীতে নৌকাডুবির ঘটনায় ২৩ রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন। তাদেরও মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইনে পুলিশ স্টেশন, সেনা ঘাঁটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় এআরএসএ। রোহিঙ্গা বিদ্রোহীদের এ হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয়। জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় শরণার্থীরা।

Previous
Next