Designed by shamsuddin noman

Skip to Content

পরজনমে সালমান হতে চান সানি

পরজনমে সালমান হতে চান সানি

Closed

বলিউডের এ সময়ের সর্বাধিক জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন তার নতুন সিনেমা ‘এক পাহেলি লীলা’ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সানিকে এই সিনেমায় লীলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

‘এক পাহেলি লীলা’র ট্রেলার এবং গানগুলো নিয়ে ভক্তদের মধ্যে যে সাড়া পড়েছে তা নিয়ে দারুণ খুশি এই অভিনেত্রী। আগামী সপ্তাহে এই সিনেমাটি মুক্তি পাবে আর তাই এর প্রোমোশনের কাজে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন সানি।

সম্প্রতি সানি এক সাক্ষাৎকারে বলেন, পরের জন্মে তিনি সালমান খান হয়ে জন্মগ্রহণ করতে চান। তার কারণও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। সানি বলেন, সালমান অনেক বড় একজন স্টার। কেউ তার সঙ্গে কোন ঝামেলায় জড়াতে চান না। এমনকি এই তারকাকে সকলেই অনেক ভালোবাসেন। তিনি অনেক ধরনের সমাজসেবামূলক কাজেও জড়িত।

sunny_0

Previous
Next