Designed by shamsuddin noman

Skip to Content

প্রথমবারের মতো নাটকে যুগলবন্দী মোশাররফ করিম-পূর্নিমা

প্রথমবারের মতো নাটকে যুগলবন্দী মোশাররফ করিম-পূর্নিমা

Closed

ঢাকা ৩১ আগস্ট ২০১৫ : নাটকে এইপ্রথম একসঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও চিত্রনায়িকা পূর্নিমা। গত ২৮ আগষ্ট থেকে এ নাটকের নির্মাণ কাজ চলছে। এটি নির্মাণ করছেন নির্মাতা তুহিন হোসেন। মোশাররফ-পূর্নিমা ছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ইরেশ জাকের।

নাটকের গল্পে দেখা যাবে, রোজ রোজ সাফিনের গাড়িতে চাপা পড়ে আত্মহত্যা করতে চায় বদরুল। শহরে এত গাড়ি থাকতে তার গাড়িতে কেন? আর লোকটা মরতেই চায় বা কে2015_08_30_16_07_57_N3qyP4zktUIuR0YGytDoCZwwqPxChc_original-685x320ন? নানা ভাবনায় সাফিন দ্বিধায় পড়ে যায়। আনমনে গাড়ি চালাতে গিয়ে একদিন বদরুল গাড়ির তলে পড়ে। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেয়া হয়। তারপর সেখান থেকে সাফিনের বাসায়। তখন লোকটার মাথায় ব্যান্ডেজ। অজ্ঞান। জ্ঞান ফিরেই অবাক কান্ড ঘটে। সাফিনের বউকে নিজের বউ বলে দাবী করে! এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘প্রেম অথবা দু:স্বপ্নের রাতদিন’।

নুর সিদ্দকীর রচনায় নাটকটি নির্মাণে প্রযোজনা সঙ্গী ভার্সেটাইল মিডিয়া।

জানা যায়, আগামী চার সেপ্টেম্বর শুটিং শেষ হবে নাটকটির। ঈদে নাটকটি এনটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

Previous
Next