Designed by shamsuddin noman

Skip to Content

ফেনীতে পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত

ফেনীতে পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত

Closed
by August 10, 2017 ফেণী

ফেনী সংবাদদাতা ;

ফেনী শহরের বিভিন্ন স্থানে পাগলা ককুরের কামড়ে অন্তত ৫০ জন অাহত হয়েছেন অাহত সকলকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহতরা জানান শহরের এস এস কে সড়ক, ইসলামপুর রোড, ফায়ার সার্ভিস, ষ্টেশন রোড ও পাগলা মিয়ার সড়কের পথচারী অন্তত ৫০ জন প্রতি স্হানে ৩/৪ টি ককুরের কামড়ে অাহত হয়েছেন আহতরা ফেনী আধুনিক সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার নিচ্ছে বলে জানা যায় ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার জানায় আহতে সকলের চিকিৎসার্থে প্রয়োজনীয় ব্যবস্থা দেয়া হচ্ছে ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম ম্বপন মিয়াজী জানান এ ব্যপারে পৌরসভার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে এবং জন সাধারন কে সাবধান সতর্ক সাথে চলা ফেরায় জন্য অনুরোধ করছে

Previous
Next