Designed by shamsuddin noman

Skip to Content

মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে ঢাকায় নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত।

মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে ঢাকায় নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত।

Closed

প্রতিবেদক ; মায়ানমারে ব্যাপক হারে মুসলিম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ও গণহত্যা বন্ধে আর্ন্তজাতিক উদ্যোগ গ্রহণের দাবীতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বেলা ১১ টায় নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি খন্দকার তারেক রায়হান, ঢাকাস্থ সেনবাগ সাংবাদিক সমিতির সভাপতি গোলাম সারোয়ার রিপন, সম্পাদক ভিপি সালাউদ্দিন, ওয়ারী থানা ছাত্রলীগ সভাপতি সৈয়দ সাইফ উল্লাহ, সিদ্দেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া অশ্রু, কুয়েত শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম রুবেল, উই ফর ইউ’র ঢাকা ইউনিট সংগঠক জাকির হোসেন, স্বধারা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক নুরুল হক নিজাম প্রমুখ।সমগ্র অনুষটান পরিচালনা করেন সেনবাগ উপজিলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ রিগান ।সভায় বক্তারা মায়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মায়ানমার সেনাবাহিনীর এই গণহত্যা বিশ্ব মানবতা ধ্বংসের সামিল। বক্তারা অনতিবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আবেদন জানান।

Previous
Next