Designed by shamsuddin noman

Skip to Content

যে কারণে ভারত ছাড়লেন নার্গিস ফাকরি

যে কারণে ভারত ছাড়লেন নার্গিস ফাকরি

Closed

নায়িকা নার্গিস ফাকরি ভারত ছেড়েছেন। বলিউড আর ভালো লাগছে না বলেই তিনি ভারত ছেড়েছেন বলে জানা যায়। এক ভারতীয় নিউজ ওয়েবসাইটে এমনই খবর প্রকাশিত হয়েছে।

নার্গিসের বাবা পাকিস্তানের, মা চেক প্রজাতন্ত্রের। বড় হয়েছেন আমেরিকায়। নার্গিসের ভারতের পাট চুকিয়ে নাকি পাকাপাকিভাবে আমেরিকায় পাড়ি দিয়েছেন। আর কখনো ভারতে ফিরবেন না তিনি। এমন খবরও প্রকাশিত হয়েছে।

‘বানজো’ সিনেমাতেই নার্গিসকে শেষবার দেখা যাবে। ৩৬ বছরের এই অভিনেত্রী কিন্তু বলিউডে জমি পাকা করে ফেলছিলেন। বড় কোনো হিট সিনেমাতে না থাকলেও নার্গিসের বলিউড কেরিয়ার বেশ ভালোই চলছিল।

উদয় চোপড়ার সঙ্গে বারবার নাম জড়িয়েছে তার। দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। কিন্তু কাজের প্রতি প্রচন্ড ফোকাসড নার্গিস কখনো কোনো কিছুতেই আপস করেননি।

Previous
Next