Designed by shamsuddin noman

Skip to Content

সানির প্রস্তাবে রাজি আমির

সানির প্রস্তাবে রাজি আমির

Closed
by September 24, 2015 বিনোদন

বিনোদন প্রতিবেদক:

সানি লিওন যে আমির খানের প্রেমে পড়ছেন তা টুইটারে দিন দু’য়েক আগেই জানিয়েছিলেন নায়িকা। কিন্তু সানির প্রেম আমিরের কেমন লেগেছিল তা জানা যায়নি। সে প্রশ্নের উত্তর দিতে দু’দিন সময় নিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট।’ সবার সামনেই স্বীকার করে নিলেন সানিকে তিনিও ভালবাসেন। টুইটারের আমির জানিয়েছেন, ধন্যবাদ সানি। তুমি খুব দয়ালু। তোমার জন্যও ভালবাসা রইল।

স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সানি। তাঁর আসন্ন ছবি ‘দঙ্গল’এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। তাঁর ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছিল সানির। তাই তিনি টুইট করেছিলেন, আমির তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। মোটে অর নট, ইউ স্টিল হট।

যদিও ‘দঙ্গল’এর জন্য ওজন বাড়িয়ে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে আমিরের। তবুও ছবির প্রতি বরাবরই তাঁর ডেডিকেশন দেখার মতো। আর এই চেহারাতেও তাঁকে ‘হট’ বলেছেন সানি। তারই পাল্টা টুইটে নিজের ভালবাসার কথা প্রকাশ করে আপাতত সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন আমির খান।-আনন্দ বাজার

Previous
Next