Designed by shamsuddin noman

Skip to Content

সৌদিতে এক ভাইকে কিডনি দিতে চার ভাইয়ের লটারি!

সৌদিতে এক ভাইকে কিডনি দিতে চার ভাইয়ের লটারি!

Closed

1136

 

ডেস্ক : ব্যবসা বা জমিজমা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই ভাইদের মধ্যে প্রায়শই বিরোধ দেখা যায়। কিন্তু সৌদি আরবে দেখা গেছে ভ্রাতৃত্বের এক ভিন্ন চিত্র। অসুস্থ ছোট ভাইকে কিডনি দান করার ঘটনা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিলেন চার সহোদর। শেষে লটারির মাধ্যমে তাদের সেই বিরোধের নিষ্পত্তি করা হয়।

সম্প্রতি ঘটনাটি  ঘটেছে সৌদির দাহরান প্রদেশে। সেখানে গত এক বছর ধরে অসুস্থ থাকার পর আবদুল্লাহ নামক এক যুবকের দেহে কিডনি প্রতিস্থাপণের প্রয়োজন দেখা দেয়। তার বড় চার ভাই কিডনি দিতে এক পায়ে খাড়া। পরে প্যাথলজি পরীক্ষায় চার জনই কিডনি দানে সক্ষম বলে প্রমাণিত হয়। তখন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ভাইয়ের প্রতি মমত্ব প্রদর্শণের এ বিরল সুযোগ কেউই হাতছাড়া করতে রাজি নন। এ নিয়ে বিরোধ চরমে ওঠলে সমাধানে এগিয়ে আসেন বড় ভাই হুসেইন মনসুর আল সাবহান। তিনি লটারির মাধ্যমে ডোনারের নাম বেছে নেয়ার প্রস্তাব দিলেন। যথারীতি ড্র অনিুষ্ঠিত হল। এতে শেষ হাসি হাসলেন তৃতীয় ভাই ৩২ বছরের মোহাম্মদ, যিনি সৌদি আরবের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে সংবাদদাতা হিসেবে কাজ করে থাকেন।

গত মঙ্গলবার রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট এন্ড রিসার্স সেন্টারে অসুস্থ আবদুল্লাহর কিডনি প্রতিস্থাপণের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ওই দুই ভাই। কিডনি দাতা মোহাম্মদ এক বিবৃতিতে বলেছেন,‘আবদুল্লাহ সুস্থ হয়ে ওঠলেই আমাদের পরিবারে আবার সুখ-শান্তি ফিরে আসবে।’
আরব নিউজ

Previous
Next