করোনায় আক্রান্ত সুয়ারেজ

প্রতিবেদক : করোনা ছাড় দিচ্ছে না কাউকেই। করোনা আক্রান্ত ফুটবল তারকাদের তালিকা আরও দীর্ঘ করলেন লুইস সুয়ারেজ।
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৩ বছর বয়সী উরুগুয়ে ফরোয়াড।
সুয়ারেজের আক্রান্ত হওয়ার খবর সোমবার রাতে নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। সুয়ারেজ ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন গোলকিপার রদ্রিগো মুনোজ ও দলের একজন কর্মকর্তা। তিনজনই আপাতত সুস্থ আছেন। সুয়ারেজকে হারানো তার জাতীয় দলের পাশাপাশি ক্লাব আতলেতিকো মাদ্রিদের জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে।
আজ ভোরে ব্রাজিলের বিপক্ষে তো খেলা হচ্ছেই না, আগামী শনিবার লা লিগায় নিজের সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষেও খেলা হবে না সুরায়েজের। ম্যাচটা আতলেতিকোর মাঠে।
করোনা হানা দিয়েছে আরেক আতলেতিকো শিবিরেও। ব্রাজিলীয় ক্লাব আতলেতিকো মিনেইরোর নয় সদস্য একসঙ্গে করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্ত তালিকায় আছেন দলটির আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিও। এদিকে মোহামেদ সালাহর পর সোমবার করোনা আক্রান্ত হয়েছেন মিসরের আরেক তারকা ফুটবলার মোহামেদ এলনেনি। আর্সেনালে খেলেন তিনি।